শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরের নকলায় পুত্রের হাতে পিতা নিহত

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় নিজ পুত্রের পিতা হাবিবুর রহমান হাবি (৪৮) মারধরে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুত্র মিলন মিয়া (২১) আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) বেলা সারে এগারটার দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের কবুতরমাড়ি গ্রামের মিলনবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, মিলন পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করতেন। গতকাল ঈদের ছুটিতে বাড়িতে আসেন। টাকা পয়সা নিয়ে তার পিতার সাথে কথা কাটাকাটি শুরু হলে মিলন মিয়া তার পিতার গলা চেপে ধরলে ঘটনাস্থালেই নিহত হন হাবি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যত্যা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আমরা এলাকাবাসীর সহযোগিতায় মিলন মিয়াকে আটক করি। নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেই। এ ব্যাপারে নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের আরো খবর