শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুরে বঙ্গমাতা’র জন্ম দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ও উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মাঝে মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৬ মহিলার মাঝে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর