বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরপুর প্রেসক্লাব সভাপতি গুরুতর অসুস্থ: নকলা প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া কামনা

শেরপুর প্রতিনিধি: শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শরিফুর রহমান গুরুতর অসুস্থ। তিনি গত ৭ আগস্ট থেকে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।
তার আশু রোগমুক্তি ও নেক হায়াত কামনা করে দোয়া চেয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুরে ১- আসনের এমপি মোঃ আতিউর রহমান আতিক।
শুক্রবার বিকেলে নকলা প্রেসক্লাবে জরুরী সভায় সাংবাদিক শরিফুর রহমানের রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি শফিউজ্জামান রানা, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, অর্থ বিষয়ক সম্পাদক আ: মোত্তালেব সেলিমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
এছাড়াও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া সম্পাদক, জেলা প্রেসক্লাবের সদস্য ও শেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির ১ম শ্রেণির ঠিকাদার আমিনুল ইসলাম রাজু তাঁর রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন।
একই সাথে বিভিন্ন মসজিদে তার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আল্লাহর দরবারে দোয়া করেন।

এই বিভাগের আরো খবর