বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজেন্ট সাহেদ ও মাসুদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক নিউজ :  সিআইডির মানিলন্ডারিং মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সিআইডি পুলিশ তাদের ৫৮টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করেন।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। এর মধ্যে সাহেদের ৪৩টি এবং মাসুদ পারভেজের ১৫টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, ১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় সাহেদকে। ১৪ জুলাই সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া থেকে মাসুদ পারভেজকে

গ্রেপ্তার করে র‌্যাব। পরে সাহেদের বিরুদ্ধে সিআইডি, র‌্যাব, পুলিশ ও দুর্নীতি দমন কমিশন মামলা করে। সাহেদের বিরুদ্ধে অর্থ পাচারের মামলার বাদী সিআইডি।

এই বিভাগের আরো খবর