রবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলেমরা ভাস্কর্য ইস্যু সমাধানে একমত হয়েছেন

ডেস্ক নিউজ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা নিয়ে আলেমদের একটি দল আলাপ-আলোচনার মাধ্যমে ইস্যুটির সমাধানে একমত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনা চলবে, আলোচনার মাধ্যমেই সমাধান আসবে।’

গত সোমবার রাতে বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদসহ ১২ জন শীর্ষ আলেম স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় বৈঠক করেন। ওই বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের কথা বলেছি, আলেমরা তাঁদের লাইনে কথা বলেছেন। এমন কোনো সিদ্ধান্ত হয়নি যে ওখানে ভাস্কর্য হবে না। এমন কোনো সিদ্ধান্ত হয়নি যে ওখানে মুজিব মিনার হবে। এগুলো আলোচনার মাধ্যমে শেষ হবে।’

মন্ত্রী বলেন, ‘ফেসবুকে নানা ধরনের উত্তেজনা ছড়ানোর যে প্রয়াস চলছে, সেগুলোর বিরুদ্ধে আলেমরা কথা বলেছেন। এসব জিনিস আলেমরা নিয়ন্ত্রণ করার কথা বলেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলেমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন। প্রধানমন্ত্রী রাজি হলে দেখা করবেন। তবে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে প্রধানমন্ত্রীকে সুস্থ রাখাও আমাদের দায়িত্ব।’

তিনি বলেন, ‘যেসব বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছি, সেগুলো নিয়ে আরো আলাপ-আলোচনা হবে।’

এই বিভাগের আরো খবর